আলোচন ও সিদ্ধান্ত
অদ্যকার সভায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে জানান যে, ২০২১-২০২২ অর্থবছরের হাট-বাজার ইজারা লব্ধ অর্থে হাটবাজারের উন্নয়ন কাজ করা প্রয়োজন। খামারপাড়া বাজারের উত্তর পার্শ্বে বাজার জামে মসজিদের পার্শ্বে নদী ভাঙ্গন দেখা দিয়েছে।উক্ত স্থানে বালু ভরাট করা প্রয়োজন। এছাড়া সারঙ্গদিয়া পশু হাটের দক্ষিন পার্শ্বে কুমার নদী ভাঙ্গন রোধে বালু ভরাট প্রয়োজন। তাছাড়াও সারঙ্গদিয়া পশু হাটের পূর্ব পার্শ্বে খালের উপরে ইউড্রেন নির্মান করা প্রয়োজন এবং উভয় হাটের আশপাশে কিছু রাস্তা ও পানি নিস্কাশন ড্রেনের কাজ করা প্রয়োজন। উক্ত প্রকল্প গুলি অত্যাধিক জন গুরুত্ব পূর্ন বিধায় জরুরি ভিত্তিতে প্রকল্প গ্রহন করে বাস্তবায়ন করা প্রয়োজন এবং বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ব্যপারে উপস্থিত সদস্য সদস্যাদের মধ্যে বিস্তারিত আলাপ আলোচনা শেষে উপস্থিত সদস্য সদস্যাদের মধ্যে সর্বসম্মতিক্রমে খামারপাড়া বাজার ও সারঙ্গদিয়া পশু হাটের উন্নয়নের জন্য
১৪টি প্রকল্প ও প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রকল্পের নাম:
১। খামারপাড়া বাজার জামে মসজিদের উত্তর ও পূর্ব পার্শ্বে নদী ভাঙ্গন রোধে বালু ভরাট।
প্রয়োজনীয় বরাদ্দ ২,০০০০০ (দুই লক্ষ )টাকা
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS